শোবিজ অঙ্গনের তারকা দম্পতি অভিনেত্রী সোহানা সাবা ও তার স্বামী নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে ঢালিউড পাড়ায় এমন গুঞ্জন ছিল দীর্ঘদিনের। এবার এই গুঞ্জন সত্য বলে আরও একধাপ এগিয়ে সাবা জানালেন, তারা আর একসঙ্গে থাকছেন না।
এ প্রসঙ্গে সোহানা সাবা সাংবাদিকদের বলেন, তিন মাস প্রেম করে মুরাদকে বিয়ে করেছিলাম। কিন্তু নিজেদের মধ্যে কিছু মতের মিল না হওয়ায় গত বছরের ২৭ সেপ্টেম্বর থেকে আমরা আলাদা আছি। তিনি বলেন, মুরাদ আমার সবচেয়ে পছন্দের পরিচালক। ইনফ্যাক্ট আমার সবচেয়ে বড় বন্ধু, প্রিয় বন্ধু। কিন্তু আমরা বোঝাপড়া করে-ই ঠিক করেছি আর একসঙ্গে থাকব না। তাই আইনি পদক্ষেপ নিয়েছি। আইনি প্রক্রিয়ার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে।’
প্রসঙ্গত, ২০১০ সালে সোহানা সাবা এবং মুরাদ পারভেজ বিবাহ বন্ধনে আবন্ধ হন। বিয়ের প্রায় ৪ বছর পর ২০১৪ সালের ১৮ অক্টোবর তাদের কোল জুড়ে আসে প্রথম সন্তান। মুরাদ-সাবার একমাত্র সন্তান মায়ের সঙ্গেই আছেন। সাবাও থাকছেন তার মায়ের বাসায়।
বিডি-প্রতিদিন/২০ মার্চ, ২০১৬/মাহবুব