জনপ্রিয় চিত্রনায়িকা দিতি আর নেই। আজ রবিবার (২০ মার্চ) বিকাল ৪টা ৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহে...রাজিউন)। গত ৮ জানুয়ারি থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন ইউনাইটেড হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. সাগুফতা।
মস্তিষ্কে ক্যান্সার আক্রান্ত হওয়ায় গত বছরের ২৫ জুলাই থেকে ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিতি। মাঝে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরলেও শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফের গত বছরের নভেম্বরে একই হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। কিন্তু চিকিৎসকরা তার চিকিৎসার আর অগ্রগতি হওয়া সম্ভব নয় বলে জানালে, গত ৮ জানুয়ারি চেন্নাই থেকে কন্যা লামিয়া ও পুত্র শাফায়াতসহ ঢাকায় পৌঁছান সংকটাপন্ন এ নায়িকা। এরপর থেকেই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গন থেকে শুরু করে ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নারায়ণগঞ্জের মেয়ে দিতি ১৯৮৪ সালে 'নতুন মুখের সন্ধানে' এর মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে অভিষেক হয়। তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত 'ডাক দিয়ে যাই'। কিন্তু সিনেমাটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল 'আমিই ওস্তাদ'। সিনেমাটি পরিচালনা করেছিলেন আজমল হুদা মিঠু। এরপর দিতি প্রায় দুই শতাধিক ছবিতে কাজ করেছেন। সুভাষ দত্ত পরিচালিত 'স্বামী স্ত্রী' ছবিতে তিনি আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। এই সিনেমাতেই অভিনয় করে দিতি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
বিডি-প্রতিদিন/ ২০ মার্চ, ২০১৬/ রশিদা/এস আহমেদ