পার্টি চলছিল বলিউডের তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর বাড়িতে। পার্টি দিচ্ছিলেন বলিউড হার্টথ্রব কারিনা। নানারকম খাবারদাবারের সঙ্গে ছিল উচ্চ আওয়াজের গানবাজনা। প্রতিবেশির আবার সেটা ঠিক সহ্য হলো না, অভিযোগ করলেন থানায়। ব্যাস, পুলিশ এসে হাজির সাইফিনার বাড়ির দরজায়।
প্রতিবেশির অভিযোগ, কারিনার পার্টিতে যে ভলিউমে গান বাজছে, তাদের পক্ষে এই বিকট শব্দে কান চাপা না দিয়ে টিকে থাকা দায়। অভিযোগ পেয়েই সাইফ-কারিনার বাড়িতে পুলিশ, বন্ধ করে দেওয়া হলো পার্টি। অবশ্য এই ঘটনায় একটি কথাও উচ্চারণ করেননি নবাবপত্নী!
বিডি-প্রতিদিন/ ২১ মার্চ, ২০১৬/ রশিদা