বলিউডের সেলিব্রেটি দম্পতি মালাইকা অরোরা খান ও আরবাজ খানের বিচ্ছেদ প্রায় চূড়ান্ত বলে বেশ কয়েকদিন ধরেই তীব্র গুজব শোনা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমেও তাদের দীর্ঘ ১৮ বছরের বিবাহিত জীবনের ইতি ঘটছে বলে খবর প্রকাশিত হচ্ছে। তবে আরবাজ ও মালাইকা দুজনের কেউ-ই এ বিষয়ে মুখ খুলছেন না। এ ইস্যুতে দুজন একদমই নীরব আছেন। তবে কথিত বিচ্ছেদ নিয়ে যে গুজব বা সন্দেহ ছড়িয়েছে তা প্রায় নিশ্চিত করলেন মালাইকার বোন অভিনেত্রী অমৃতা অরোরা। গুজবকে উড়িয়ে না দিয়ে এ অভিনেত্রী বরং তা আরো জোরালো করেছেন। দাম্পত্য জীবন টিকিয়ে রাখবেন কি রাখবেন না এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে আরবাজ ও মালাইকা যথেষ্ট পরিপক্ক বলে তিনি জানান। সেইসঙ্গে তিনি সাধারণ মানুষকে তাদের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ না করারও অনুরোধ করেন। স্থানীয় সেলিব্রেটিবিষয়ক গণমাধ্যম 'বিজনেস অব সিনেমা' তাদের এক প্রতিবেদনে একথা জানায়। খবর টা্ইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/২১ মার্চ ২০১৬/শরীফ