চলচ্চিত্র অভিনেত্রী পারভীন সুলতানা দিতির দ্বিতীয় নামাজে জানাজা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা 'এফডিসি'তে সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকাল সোয়া ১০টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে তা অনুষ্ঠিত হয়। এতে মরহুমার স্বজন, চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলী এবং শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। জানাযা শেষে অশ্রুজলে গুণী এ অভিনেত্রীকে শেষবিদায় জানানো হয়।
জানাজায় অংশ নেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। দিতির সহকর্মীদের মধ্যে ছিলেন অভিনেতা আহমেদ শরীফ আলমগীর, ওমর সানী, অভিনেত্রী চম্পা, আফসান আরা বিন্দু, নাসরিন, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, শাহ আলম কিরণ, এস এ হক অলীক প্রমুখ।
এর আগে আজ সোমবার ভোরে রাজধানীর গুলশানে দিতির বাসভবনে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। সকাল ৯টার পরপর মরহুমাকে নিয়ে যাওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে।
এদিকে, এফডিসি থেকে দিতির মরদেহ নিয়ে যাওয়া হবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তার গ্রামের বাড়িতে। বাদ জোহর চতুর্থ ও শেষ জানাজার পর শেষ ইচ্ছে অনুযায়ী দিতিকে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে চিরশায়িত করা হবে।
উল্লেখ্য, গতকাল বিকেল ৪টা ৫ মিনিটে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিতি। ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
বিডি-প্রতিদিন/২১ মার্চ ২০১৬/শরীফ