বিয়ের পর বেশ ফুরফুরে মেজাজে আছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। মাত্র কয়েক দিনেই অনেকটা বদলে গেছে তাঁর জীবন। স্বামীর সঙ্গে হৈ হুল্লোড়ে কাটছে দিন-ক্ষণ-মুহূর্ত। জীবনকে যেন অন্যভাবে উপভোগ করছেন অভিনেত্রী। এই মুহূর্তে অভিনয় নিয়েও ভাবছেন না বলিউডের এ উজ্জ্বল তারকা।
বলিউডের 'কিউট গার্ল' প্রীতির বিবাহিত জীবন যে বেশ জম্পেশ কাটছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিভিন্ন পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। কখনও হাত ভর্তি চুঁড়ি পরে ছবি পোস্ট করছেন, কখনও বা ক্রিকেট মাঠে ভারতের পাক বধের হুল্লোড়ে স্বামী জেনে গুডএনাফের সঙ্গে আবীর খেলায় মেতে ওঠা ছবি পোস্ট করছেন।
গত ২৯ ফেব্রুয়ারি লস এঞ্জেলসে চুপিসারে বিয়ে করেছেন নায়িকা। অবশ্য বন্ধুদের ফোনে দাওয়াত দিয়েছেন। অনেকে সদূর আমেরিকায় উড়েও গেছেন প্রীতিকে শুভেচ্ছা জানাতে। কেউ কেউ ফেসবুক-টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন। সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রীতি।
সম্প্রতি প্রীতির শেয়ার করা একটি ছবিতে তার হাতে চুঁড়ি দেখা গেছে। এর ক্যাপশনে তিনি লিখেছেন, 'বিয়েতে নতুন ব্যাপার হলো কয়েকটা দিন চুঁড়ি পরে থাকা।'
তবে স্বামী আমেরিকায় থাকলেও প্রীতি ভারতেই থাকতে চান। তাঁর কথায়, ''আমার হাজব্যান্ডের বয়স ৪১ বছর। ছ'ছুট এক ইঞ্চির মানুষটা সারা দিন কাজে ডুবে থাকে। ও আমেরিকায় থাকলেও আমি দেশেই থাকব। দেশ ছেড়ে অন্য কোথাও থাকার কথা ভাবতেই পারি না। বছরের ছয় মাস ভারতে, ছয় মাস আমেরিকায়, এভাবে থাকবো।''
আর হানিমুন? মজা করে প্রীতি জানিয়েছেন, হানিমুনে যাওয়ার আগে টেলিগ্রাম করে সকলকে জানিয়ে দেবেন!
বিডি-প্রতিদিন/২১ মার্চ ২০১৬/ এস আহমেদ