গত রবিবার সবাইকে কাঁদিয়ে চলে গেছেন অভিনেত্রী দিতি। সদ্য প্রয়াত এই অভিনেত্রীর মৃত্যুতে শোক বইছে ফিল্মপাড়ায়। তার অভিনীত 'ধূমকেতু' ছবিটি এখনও নির্মাণাধীন রয়েছে। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন পরীমণি। এ ছবিতে দিতির মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। কাহিনীর চরিত্রেের মতো বাস্তবেও তাকে মা ডাকতেন পরী। বাংলাদেশ প্রতিদিনকে এমনটাই জানালেন তিনি।
পরীমণি বলেন, "দিতি মা'র মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না। মনে হচ্ছে তিনি এখনো রয়েছেন। তার মৃত্যু আমাকে মনে করিয়ে দিয়েছে আমি যেন আরও একবার মা হারালাম। অনেকেই এ কথায় ভুরু কুচকাতে পারেন। কিন্তু অন্তর থেকে বলছি এ আবেগে কোনো খাদ নেই। অভিনয়ের সময় অনেক সহযোগিতা পেয়েছি তার কাছ থেকে।"
পরী আরও জানান, দিতির মোবাইল নাম্বার সেভ করার সময় তিনি বলেছিলেন, " এই পিচ্চি শুধু 'মা' লিখে রাখ। কোনো নাম-টাম লিখবি না।"
উল্লেখ্য, শফিক হাসান পরিচালিত 'ধূমকেতু' ছবিটি চলতি বছরের শেষে মুক্তি পেতে পারে।
বিডি-প্রতিদিন/ ২২ মার্চ, ২০১৬/ রশিদা