প্রযোজক অভিনেতা মারুফ খান প্রেমের দায়ের করা মানহানির মামলায় মডেল-অভিনেত্রী মৌনিতা খান ঈশানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহের নিগার সূচনা এ পরোয়ানা জারি করেন।
এর আগে, গত ৩ ফেব্রুয়ারি মানহানির অভিযোগে ঢাকার সিএমএম আদালতে এ মামলাটি দায়ের করেন প্রেম। ওইদিন আদালত মামলাটি আমলে নিয়ে ঈশানাকে ২২ মার্চ আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। মঙ্গলবার ঈশানা আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।
আগামী ২৭ জুন পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে।
মামলার এজহারে বলা হয়, গত ৭ জানুয়ারি উত্তরার নীলাঞ্জনা শুটিং স্পটে মেগা ধারাবাহিক ‘সহযাত্রী’ নাটকের শুটিংয়ের সময় ঈশানা বাদীর অনুপস্থিতে তাকে নিয়ে বাজে মন্তব্য করেন। একই সঙ্গে নিজের ফেসবুকেও প্রেমকে নিয়ে একটি মানহানিকর স্ট্যাটাস দেন তিনি। এতে বাদির মানহানি হয়েছে বলে মামলার এজহারে উল্লেখ করা হয়েছে।
এদিকে গ্রেফতার এড়াতে বুধবার নিজেই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। বুধবার সকালে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করবেন ঈশানা।
এ বিষয়ে ঈশানা মঙ্গলবার রাতে বলেন, ''আদালতের গ্রেফতারি পরোয়ানার কথা জেনেছি। আজ আদালতের সময় শেষ হয়ে গেছে। তাই আগামীকাল বুধবার আদালতে হাজিরা দিব।''
বিডি-প্রতিদিন/২২ মার্চ, ২০১৬/মাহবুব/ এস আহমেদ