স্বামী মুরাদ পারভেজের সঙ্গে সংসার জীবনের ইতি টানার পর থাইল্যান্ডে পাড়ি জমালেন অভিনেত্রী সোহানা সাবা। থাকবেন বেশ কিছুদিন। তবে অভিনয় করতে থাইল্যান্ডে যাননি তিনি। গিয়েছেন ব্যক্তিগত সফরে।
সূত্র জানায়, সংসারে ভাঙনের পর মানসিকভাবে বিপর্যস্থ ছিলেন সোহানা সাবা। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী। তাই কিছুটা মানসিক প্রশান্তি খুঁজতে কিছুদিনের জন্য পরিচিতজন থেকে দূরে চলে গেছেন।
সম্প্রতি মুরাদ পারভেজের সঙ্গে ভেঙে গেছে সোহানা সাবার সংসার। এরই মধ্যে তাদের বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এই সফরে সাবার সঙ্গী হয়েছেন ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ ও নওশীন। ১৬-১৭ দিন থাকবেন তারা। সোমবার (২১ মার্চ) দুপুরে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়েন এই চার তারকা।
বিডি-প্রতিদিন/২২ মার্চ ২০১৬/ এস আহমেদ