খবরটি শুনে শাহরুখ খানের ফ্যানেরা আল্লাদে আটখানা হতেই পারেন! শোনা যাচ্ছে আজ বুধবার বেঙ্গালুরুতে ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে কমেন্ট্রি করতে দেখা যেতে পারে বলিউড অভিনেতা শাহরুখ খানকে। ইংরেজি দৈনিক ‘মুম্বাই মিরর’-এ প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে ‘খেলা শুরুর আগে টিভির অনুষ্ঠানে শোয়েব আখতার, কপিল দেবের সঙ্গেও কথা বলতে দেখা যেতে পারে শাহরুখকে। ওই ম্যাচের প্রথম আধা ঘণ্টা প্রতি বল অনুযায়ী ধারাভাষ্য দিতে পারেন বাদশা।
এর আগে ইচ্ছা থাকলেও কলকাতায় গত ১৯ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচে উপস্থিত থাকতে পারেননি শাহরুখ খান। এনিয়ে হতাশার কথাও জানান কিং খান। শ্যুটিংয়ের কাজে ব্যস্ত থাকায় ওইদিন ইডেনে অতিমাভ বচ্চন, শচীন তেন্ডলকার, ইমরান খান, কপিল দেব, ওয়াসিম আকরামদের সঙ্গে মঞ্চ শেয়ার করতে পারেননি শাহরুখ।
বর্তমানে রাহুল ধোলাকিয়া পরিচালিত ‘রইস’ ছবির শ্যুটিং-এ ব্যস্ত আছেন শাহরুখ। ছবিতে আরও অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।
বিডি-প্রতিদিন/ ২৩ মার্চ, ২০১৬/ রশিদা