গতকাল খান পরিবার আলো করে একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন সালমান খানের বোন অর্পিতা খান শর্মা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো মামা হন সালমান খান। সন্তান জন্মদানের সময় খান পরিবারের বাকি সবাই অর্পিতার পাশে থাকলেও ছিলেন না কেবল সালমান-ই। কারণ তিনি তার নতুন মুভি 'সুলতান'র শুটিংয়ের কাজে বাইরে ছিলেন। তা সত্ত্বেও মামা হওয়ার আনন্দে উচ্ছ্বসিত ছিলেন তিনি।
কিন্তু তাতে কী তার মন মানে! তাই শুটিং শেষ করে গতরাতেই ভাগ্নেকে দেখতে হাসপাতালে ছুটে যান সালমান। প্রথমবারের মতো ভাগ্নে আহিল শর্মাকে দেখে তার কপালে আলতো করে চুমু খান তিনি। আর এই বিশেষ মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নবজাত আহিলের বাবা আয়ুশ শর্মা।
নতুন অতিথি আসায় আনন্দের বন্যায় ভাসছে পুরো খান পরিবার। অর্পিতা ও আয়ুশ তাদের প্রথম সন্তানের নাম রেখেছেন আহিল শর্মা।
বিডি-প্রতিদিন/৩১ মার্চ ২০১৬/শরীফ