মুখে স্বীকার না করলেও এতদিনে সবাই জেনে গেছে চুটিয়ে প্রেম করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং। এবার সেই কথাতেই শিলমোহর দিলেন এবার হলিউডে দীপিকার সহ অভিনেতা ভিন ডিজেল। এক সাক্ষাৎকারে রণবীর সিংকে দীপিকা পাড়ুকোনের প্রেমিক হিসেবেই পরিচয় দিলেন তিনি।
দীপিকার সঙ্গে ভারতে ছবির প্রচারে আসার পরে একদিন রণবীরের সঙ্গে তিনজনে বেশ কিছুটা সময় কাটিয়েছেন বলেও জানিয়েছেন হলিউড অভিনেতা।
এদিকে, ভিন ডিজেলের সুগঠিত শরীর নিয়ে প্রশংসা করেছিলেন রণবীর। সেই প্রশংসার পরেই ভিন রণবীরকে জানান, এক সময়ে বাউন্সারের কাজ করতাম। পরে সুযোগ পাই সিনেমায়। এমন শরীর তো থাকবেই।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৭/মাহবুব