বিচ্ছেদের ধাক্কাটা কাটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টায় আছেন ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমা। বিভিন্ন প্রোগ্রামে নিয়মিত হচ্ছেন। আজ রবিবার (১৫ জানুয়ারি) সালমার জন্মদিন। দিনটিতে একটি টেলিভিশনেও গিয়েছিলেন তিনি। জন্মদিনে অসংখ্য শুভাকাঙ্ক্ষির শুভেচ্ছা পেয়ে উচ্ছ্বসিত হয়ে ফেসবুকে ধন্যবাদ জানিয়েছেন সবাইকে। কিন্তু জন্মদিনের সবচেয়ে বড় চমকটা পেয়েছেন ছোট ভাইয়ের কাছ থেকে।
নিজের রুমেই ছিলেন সালমা। ঠিক রাত ১২টায় দরজায় নক। কে? ওপাশ থেকে উত্তর আসে, 'আপু হ্যাপি বার্থ ডে'। এরপর কেকও হাজির। কেক কাটার সঙ্গে চলে ফটোসেশন।
জন্মপ্রহরটা যে এভাবে শুরু হবে সেটা ভাবতেই পারেননি সালমা। সকল মন খারাপ যেন মুহূর্তে উড়ে গেল। ছোট ভাইটি যে অমন করে উইশ করবে তা বোধহয় সালমার চিন্তায়ই ছিল না।
পরে সালমা ফেসবুকে লিখেছে, 'ছোট ভাই ও বোনের সম্পর্কটা ঠিক এমনই, ১২টায় দরজায় নক করে বলল, আপু হ্যাপি বার্থডে।’ সালমা আরো লিখেছে, কাছের সব মানুষের শুভেচ্ছা পেয়েছি। আমি সত্যিই অনেক খুশি।’ জন্মপ্রহরের বেশকিছু ছবিও পোস্ট করেছেন তিনি।
জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা ও তার স্বামী সাংসদ শিবলী সাদিকের মধ্যে বিচ্ছেদ হয় গত ২০ নভেম্বর। দুই পরিবারের উপস্থিতিতে বিচ্ছেদের সব কার্যক্রম সম্পন্ন হয়। ২০১১ সালে দুই পরিবারের সম্মতিতে সালমা ও শিবলী সাদিকের বিয়ে সম্পন্ন হয়েছিল।
বিডি-প্রতিদিন/এস আহমেদ