এ আর রহমানের সুর করা ‘হাম্মা হাম্মা’ গানটি নব্বইয়ের দশকের দিকে মুক্তি পাওয়া ‘বম্বে’ ছবির। ভারতের তেলুগু ও হিন্দি এই দুইটি ভাষাতেই রিলিজ করেছিল ছবিটি। তখন সুরকারের বয়স ছিল ২৮। আর এ গানটির পরপরই জাতীয় পুরস্কারে মনোনয়ন এবং ফিল্মফেয়ারে সেরা সুরকার হলেন এ আর রহমান। 'বম্বে' অ্যালবামের অনেক কাটটিও হয়েছিল তখন। তাছাড়া অ্যালবামের অন্যান্য গানগুলোও শ্রোতাদের হৃদয় কেড়েছিল।
জনপ্রিয়তা পাওয়া ‘হাম্মা হাম্মা’ গানটি গেয়েছিলেন রহমান, সুরেশ পিটার্স এবং স্বর্ণলতা। সম্প্রতি সুপারহিট সেই গানের রিমেক ভার্সান শাদ আলির সিনেমা 'ওকে জানু' তে শোনা গেল। রহমানের দৌলতে সে গানও চার্টবাস্টার কাঁপচ্ছে। এই নিয়ে এক সাক্ষাত্কারে সুরকার রহমান জানালেন, এই গানটির রিমেকে তার ঘোরতর আপত্তি ছিল। তিনি চাননি এই গানটি রিমেক করা হোক।
জানা যায়, শুরু থেকেই এই গানের রিমেকের বিপক্ষে ছিলেন রহমান। তার ওপর ছবিতে থাকবে বাদশা-র র্যাপ। শেষমেশ অনেক চেষ্টা করে প্রযোজক কর্ণ জোহর ও পরিচালক শাদ আলি সুরকার রহমানকে রাজি করান। রহমানকে তারা জানান, বাদশা-র র্যাপ নতুন প্রজন্মের কাছে বেশ গ্রহণযোগ্য। আর 'হাম্মা হাম্মা'য় র্যাপের মিশেলে গানটির চটকদারির মাত্রা আরো বাড়বে।
এ ব্যাপারে রহমান বলেন, একজন সঙ্গীতকার তার গানে এতটাও অ্যাগ্রেসিভ হওয়া উচিত নয়। তা হলে সেই গান শ্রোতাদের কাছে বিরক্তিকর হয়ে উঠবে। যদিও রহমান সম্প্রতি একটি বিনোদনমূলক চ্যানেলের জন্য তামিল ভাষাতে 'ঊর্বশী ঊর্বশী' গানটি রিমেক করেছেন। 'টেক ইট ইজি পলিসি'-তে উঠে এসেছে ডোনান্ড ট্রাম্প, হিলারি ক্লিন্টন, এমনকি নোট বাতিলের ব্যাপারটিও! সূত্র: আনন্দবাজার।
বিডি প্রতিদিন/এ মজুমদার