কয়েকদিন আগেই বিজেন্দর সিংহকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত বক্সার আমির খান। রিংয়ের মধ্যে সম্ভাব্য ইন্দো-পাক যুদ্ধের কথা ভেবে উৎফুল্ল হয়েছিল গোটা বিশ্বই। লাইটওয়েটের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন আমির খান যে বিছানার যুদ্ধেও চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার, তাও প্রমাণ হয়ে গেল এবার।
সম্প্রতি আমির খানেরই এক গোপন সেক্স ক্লিপিংস ফাঁস হয়ে গেল নামি এক পর্ন সাইটে। ১০ মিনিটের এই ক্লিপিংসে আমিরকে দেখা গিয়েছে টি শার্ট ও বক্সিং শর্টস পড়ে থাকতে। সঙ্গিনী নারী অপরিচিত এক মডেল। সূত্রে জানা গেছে, আমিরের সঙ্গে থাকা মডেল অ্যারিজোনার বাসিন্দা।
ইউরোপীয় সংবাদমাধ্যমের দাবি, ২০১৩ সালে বান্ধবী ফারিয়াল মাখদুমের সঙ্গে বিবাহ হওয়ার পরেই সংশ্লিষ্ট ক্লিপিংস শ্যুট করা হয়। সূত্রের খবর, রগরগে ভিডিও ফাঁস হয়ে যাওয়ায় সমস্যায় পড়বেন ওই তারকা বক্সার। কারণ পাকিস্তানি মুসলিম হওয়ায় রক্ষণশীল পরিবারে এমন ঘটনা কেমন প্রভাব ফেলবে, তা সহজেই অনুমেয়। দ্বিতীয়ত, মডেল-বান্ধবী ফারিয়াল মাখদুম কিছুদিন আগেই আমিরের বোনের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছিলেন। পারিবারিক সমস্যার মধ্যেও আমিরের স্ত্রী আমিরকে ছেড়ে যেতে চাননি। এবার তিনি কী করেন, সেদিকেই নজর বক্সিং মহলের।
সূত্র: এবেলা
বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৭/হিমেল