পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে অভিনেত্রী মিমির সম্পর্কের ব্যপারে প্রায় সকলেই অবগত আছেন। তাদের প্রেমকাহিনীর ক্ল্যাইম্যাক্সটাও যেন ভেবে ফেলেছিলেন পরিচিতরা। কিন্তু না টলিউডের অত্যন্ত জনপ্রিয় এ জুটির ভাঙন ধরেছে।
যাই হোক অতীতকে পিছনে ফেলে এগিয়ে যেতে হয় মানুষকে। এই বাস্তবতাকে মেনেই জীবনের সে পথে এগিয়েছেন মিমি। এগিয়েছেন রাজও। টলিউডের অন্দরের খবর, অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে সম্পর্কের বাঁধনে জড়িয়েছে রাজ। এবার এগিয়ে যাওয়ার পালা মিমিরও। অবশ্য এখনও কোনও সম্পর্কে তিনি জড়িয়েছেন এমনটা শোনা যায়নি। তবে অন্য কিছুতে মজেছেন মিমি।
সম্প্রতি টুইটারে তার কথা শেয়ারও করেছেন। নিজের পোষ্যের ছবি দিয়ে মিমি লিখেছেন, এই হল তার পরিবারের নতুন সদস্য। নতুন এই সদস্য যে অনেকখানি ভালবাসার জায়গা জুড়ে আছে, তা স্পষ্ট।
পোষ্যকে বেজায় ভালবাসেন মিমি। এর আগে একাধিকবার সে কথা জানিয়েছেন তার ফ্যানদের। কোথাও দেখা গিয়েছে পোষ্যকে জড়িয়ে তিনি ছবি তুলছেন, কোথাও বা তাকে খাইয়ে দিতে দেখা গেছে অভিনেত্রীকে।