শাহরুখ ও আমিরের বন্ধুত্বের গাঢ়ত্ব নিয়ে বলিউডে এখন নয়া গুঞ্জন। দুজনে এখন নাকি ভাল বন্ধু। সেই গুঞ্জনে বাড়তি মাত্রা যোগ করেছে সাম্প্রতিক একটি ঘটনা। গত ১৪ মার্চ ছিল আমিরের জন্মদিন। সেই উপলক্ষে একান্তই পরিবারের লোকজন ও কিছু ঘনিষ্ঠ মানুষকে নিয়ে বাড়িতে একটি পার্টির আয়োজন করেছিলেন আমির। উপস্থিত ছিলেন ববিতা ও গীতা ফোগত এবং দঙ্গলের ডিরেক্টর আনন্দ এল রাই। এমনকি আমিরের ঘনিষ্ঠ বন্ধু রাজু হিরানি এবং রাকেশ ওম প্রকাশ মেহতাকেও দেখা যায়নি সেই পার্টিতে।
মুম্বাই মিরর-এ প্রকাশিত খবর অনুযায়ী হঠাৎ করেই সবাইকে চমকে দিয়ে রাত প্রায় ১টার সময় আমিরের বাড়িতে গিয়ে হাজির হন শাহরুখ খান। এরপর দুজনকে নিভৃতে আমিরের বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ কথা বলতে দেখা যায়। যেহেতু সেখানে আর কেউ উপস্থিত ছিলেন না তাই দুই তারকা দীর্ঘ সময় কী বিষয়ে কথা বলছিলেন তা কেউ জানতে পারেনি।
তবে অনেকেই মনে করছেন দুজনে নাকি একসঙ্গে কোনো কাজ করার পরিকল্পনা করছেন। যদিও আমির আগেই জানিয়েছিলেন যে তাঁদের বন্ধুত্ব একান্তই ব্যক্তিগত এবং সেখানে কোনো প্রফেশনাল কারণ নেই‚ তবুও আশা ছাড়তে নারাজ ভক্তরা।