ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় এবার দেখা যাবে না বলিউডের হার্ডথ্রুব অভিনেত্রী দীপিকা পাডুকোনকে। পদ্মাবতী সিনেমার কাজে ব্যস্ত থাকার কারণেই আগামী ১৭ মে অনুষ্ঠিতব্য ৭০তম এ উৎসবে অংশগ্রহণ করবেন না দীপিকা।
সঞ্জয় লীলা বানসালীর পদ্মাবতী সিনেমাটিতে বলিউডের ডিম্পল গার্ল দীপিকা নাম চরিত্রেই অভিনয় করছেন। তাই মনোযোগ একটু বেশিই দেয়া চাই। আর এজন্যই পুরো সময়টা জুড়ে ছবির ঐতিহাসিক এ চরিত্র পদ্মাবতীতেই ডুবে থাকতে চান তিনি। বলে রাখা ভালো, পদ্মাবতীর শুটিং নিয়ে এর আগে বেশ কয়েকবারই ঝামেলা পোহাতে হয়েছে সবাইকে।
উল্লেখ্য, নতুন এক কসমেটিক ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হয়ে কানে অংশগ্রহনের কথা ছিল তার। একই দলে ছিলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও সোনম কাপুর।
সূত্র-বলিউড লাইফ