অভিনেত্রী রাখী সাওয়ন্তের গ্রেফতার হওয়াকে কেন্দ্র করে বেশ বিভ্রান্তি ছড়িয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা নাগাদ খবর আসে ঋষি বাল্মীকিকে নিয়ে বিতর্কিত মন্তব্যর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তার কয়েক ঘণ্টা পরেই সন্ধ্যা সাতটা নাগাদ জানা যায়, তাকে নাকি গ্রেফতার করা হয়নি।
লুধিয়ানা পুলিশের ডেপুটি কমিশনার ধারুমান নিম্বলে জানান, আদালতের নির্দেশ নিয়ে মুম্বাইয়ে রাখীকে গ্রেপ্তার করতে গিয়েছিল যে দল, তারা রাখীকে খুঁজে পায়নি। তাই ফিরেও এসেছে পুলিশের দলটি।
তার কয়েক ঘণ্টা আগেই রাখীর সহযোগী পারুল চাওলা টেলিফোনে এক সংবাদ মাধ্যমকে জানান, রাখী আত্মসমর্পণ করেছেন। তিনি পুলিশের সঙ্গেই রয়েছেন। হোয়াটস অ্যাপে কথা হয়েছে তাদের। কিন্তু পুলিশের দাবি, রাখীকে তার ঠিকানায় পাওয়া যায়নি। তাই নতুন করে আদালতের কাছ থেকে নির্দেশ নিয়ে কাজ করবে পুলিশ।
২০১৬ সালে একটি বেসরকারি সংবাদ মাধ্যমে মিকা সিং–কে ঋষি বাল্মীকির সঙ্গে তুলনা করেন রাখী। ২০১৪ সালে জন্মদিনের পার্টিতে জোর করে মিকা সিং চুমু খান রাখীকে। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, দস্যু রত্নাকর যেমন আগে ডাকাতি খুন করে পরে ঋষি বাল্মীকি হয়ে রামায়ণ লিখেছিলেন, সে রকম মিকা সিংও এখন ভাল হয়ে গিয়েছেন।
রাখীর এই মন্তব্যে ঋষির অবমাননা হয়েছে এই অভিযোগে বাল্মীকি গোষ্ঠীর লোকেরা রাখীর বিরুদ্ধে লুধিয়ানা আদালতে অভিযোগ দায়ের করেন। সেই মামলাতেই ৯ মার্চ রাখীকে লুধিয়ানা আদালতে হাজিরার নির্দেশ দেন বিচারক। কিন্তু সেই নির্দেশ মতো আদালতে পৌঁছতে পারেননি রাখি। নির্দেশ অমান্যের অভিযোগেই রাখীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।
বিডি-প্রতিদিন/ ০৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১