ম্যায়নে পেয়ার কিয়া' ছবির মাধ্যমে গোটা বলিউড ভাগ্যশ্রীর প্রেমে পড়েছিল। এবার তারই ছেলে অভিমন্যুর বলিউডে অভিষেক হতে যাচ্ছে।
অনুরাগ কাশ্যপের ফ্যান্টম ফিল্মসের অ্যাকশন কমেডি ছবি 'মার্দ কো দার্দ নেহি হোতা' হবে তার প্রথম ছবি। ছবিটি পরিচালনা করবেন ভাসান বালা। এই ছবিতে নায়িকার ভূমিকায় রয়েছেন 'মেরি আশিকি তুম সে হি'-সিরিয়াল খ্যাত অভিনেত্রী রাধিকা মদন। এছাড়া তামিল অভিনেতা বিজয় সেতুপতিকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়।
বিডি-প্রতিদিন/ ০৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬