তারকারাও তাদের কাছের মানুষের সঙ্গে মেতে ওঠেন ভালোবাসার খুনসুটিতে। হয়তো পর্দার পেছনে থাকা সম্পর্কের এই গল্পগুলো সবসময় ক্যামেরায় ধরা পড়ে না।
আর দশজনের মত তারাও চান কাছের মানুষের জন্য বিশেষ কিছু করতে। তাদের এই বিশেষ মানুষদের জন্য বিশেষ কিছু করার প্রচেষ্টায় কোকা-কোলা বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় প্রচারিত হচ্ছে টেলিভিশন অনুষ্ঠান 'এক ডিশ দুই কুক'।
বৃহস্পতিবার রাত ১০টায় একুশে টিভিতে দেখানো হবে এই অনুষ্ঠানটির সপ্তম এপিসোড। যেখানে রান্নার পাশাপাশি উঠে আসবে সেলিব্রেটিদের পরিবার ও কাছের মানুষদের গল্প।
এবারের পর্বে অতিথি জনপ্রিয় সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।
অনুষ্ঠানটির সহযোগী পার্টনার হয়েছে রিটেইল চেইন স্বপ্ন। এমনিভাবেই ১৩টি পর্ব জুড়ে আমাদের প্রিয় ১৩ জন তারকাকে আমরা দেখতে পাবো এক নতুন ধারার রিয়েলিটি কুকিং শো 'এক ডিশ দুই কুক' অনুষ্ঠানে।
বিডি প্রতিদিন/৫ এপ্রিল, ২০১৭/ফারজানা