ব্রিটিশ গোয়েন্দাদের নিয়ে নির্মিত বিখ্যাত সিনেমা সিরিজ জেমস বন্ড। বিশ্ব জুড়ে এর শৈল্পিক উপস্থাপনার জন্যই বিশ্ব জুড়ে খ্যাতি পেয়েছে চলচ্চিত্রটি সিরিজটি। রয়েছে রোমাঞ্চকর সব অভিযান, গাড়ি, পোশাক পরিচ্ছদ, হোটেল, বাড়ি সবকিছুতেই ব্যতিক্রমী ও উন্নত প্রযুক্তির ছোয়া থাকে সিনেমাটিতে। তাই জেমস বন্ড নিয়ে সিনেমা প্রেমীদের মধ্যে কৌতূহল একটু বেশিই থাকে।
আর এ সিনেমা সিরিজের সবচেয়ে সফল অভিনেতা ড্যানিয়ের ক্রেইগ। জেমস বন্ড সিরিজের সিনেমায় অভিনয়ের মাধ্যমে তারকাখ্যাতি অর্জন করেছেন তিনি। এই সিরিজের সর্বশেষ ছবিটি ছিল ‘স্পেকটার’। এই সিনেমায় অভিনয়ের মধ্য দিয়েই এই সিরিজে অভিনয়ের ইতি টানবেন বলে ঘোষণা দিয়েছিলেন ক্রেইগ।
জেমস বন্ড সিরিজের প্রধান প্রযোজক বারবারা ব্রকোলি নাকি আরেকটি জেমস বন্ড সিনেমায় অভিনয়ের জন্য ড্যানিয়েল ক্রেইগকে রাজি করিয়েছেন। একাধিক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পেজ সিক্স।
যদিও ড্যানিয়েল ক্রেইগের অসম্মতির পর জেমস বন্ড চরিত্রে জন্য টম হিডলস্টোনের কথা ভাবা হয়েছিল। যদিও এই চরিত্রের জন্য টমকে পছন্দ না ব্রকোলির।
উল্লেখ্য, ২০১৬ সালে ওয়েলোও এর সঙ্গে ড্যানিয়েলের মঞ্চ নাটক ‘ওথেলো’ প্রযোজনা করেন ব্রকোলি। এবং সেসময় ‘ওথেলো’ বেশ সাড়া ফেলায় ভীষণ আনন্দিত হন ড্যানিয়েল। আর এরপরই তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন।
সূত্র: ইন্ডিয়া টুডে