বলিউডে হালের সেরা অভিনেত্রীদের মধ্যে একজন দীপিকা পাড়ুকোন। সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় আসেন দীপিকা।আর রণবীর সিংয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন তো রয়েছেই। যদিও দুজনের কেউই প্রেমের বিষয়টি এখনো স্বীকার করেননি।
সম্প্রতি শাম্মা টিভি নামে ভারতীয় একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন দীপিকা পাড়ুকোন। এ সময় বিয়ে ও সন্তান নিয়ে তার কাছে জানতে চাওয়া হয়। প্রশ্ন করা হয় মৃত্যুর আগে কোন কাজটি তিনি করতে চান? উত্তরে দীপিকা পাড়ুকোন বলেন, ‘মৃত্যুর আগে আমি অবশ্যই একটি কাজ করতে চাই তা হলো- অনেক সন্তান নিতে চাই।’
দীপিকা পাড়ুকোন অভিনীত পরবর্তী সিনেমা পদ্মাবতী। সিনেমাটি পরিচালনা করছেন সঞ্জয় লীলা বানসালি। এতে আরো অভিনয় করছেন রণবীর সিং ও শহিদ কাপুর। এ ছাড়া অদিতি রাও হায়দারিকেও দেখা যাবে। চলতি বছরের শেষে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
সূত্র: শাম্মা ডট টিভি