শ্রদ্ধা কাপুরকে নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়লেন আদিত্য রায় কাপুর ও ফারহান আখতার। খবর ফাঁস হতেই বলাবলি শুরু হয়েছে, ত্রিকোণ প্রেমের কারণেই নাকি এই ঝামেলা।
শ্রদ্ধা কাপুরের সঙ্গে প্রায় ডেটিংয়ে দেখা যায় ফারহানকে। যদিও তারা নিজেদের মধ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি। কিন্তু, আশিকি টু সিনেমার সূত্রে শ্রদ্ধা ও আদিত্যর মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করেছিল। বেশ কয়েকবার একসঙ্গে দেখাও গেছে দু'জনকে।
সম্প্রতি তাদের মহেশ ভাটের ক্যাম্পের ৩০ বছর পূর্তি অনুষ্ঠানেও দেখা যায়। সূত্রের খবর, সেই খবর পাওয়ার পর থেকে বেশ চটে গেছেন ফারহান।