রোমান্টিক-কমেডি ধাঁচের ছবি 'ধ্যাততেরিকি' বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। পহেলা বৈশাখে সারাদেশের ১০০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিটি।
শামীম আহমেদ রনির পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রোশান, নবাগত ফারিন, সাদেক বাচ্চু, সুব্রত, কলকাতার রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত প্রমুখ।
জাজ মাল্টিমিডিয়া প্রধান নির্বাহী আব্দুল আজিজ বলেন, সেন্সর বোর্ডে ছবিটি বেশ প্রশংসিত হয়েছে। সিনেমাটি আমরা সারাদেশে প্রায় ১০০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। আমাদের প্রত্যাশা সব শ্রেণির দর্শকের সিনেমাটি ভালো লাগবে।
বিডি প্রতিদিন/৬ এপ্রিল, ২০১৭/ফারজানা