মালেক আফসারি পরিচালিত 'অন্তর জালা' ছবির দ্বিতীয় টিজার প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার টিজারটি ইউটিউবে প্রকাশিত হয়। এর আগে, গত ২৩ মার্চ 'অন্তর জালা'র প্রথম টিজার ইউটিউবে প্রকাশ করা হয়েছিল।
জানা গেছে, ছবির কেন্দ্রীয় চরিত্রে রূপদানকারী জায়েদ-পরীর অভিনয় খুবই প্রশংসিত হয়েছে সেন্সর বোর্ডে। এমনকি এই ধরণের কাহিনী এবং পরিস্ফুটন দীর্ঘদিন পর দেখেছেন বলে জানিয়েছেন তারা। এছাড়া এই ছবিতে পরীর অভিনয় বিশেষ নজর কেড়েছে বলেও জানা গেছে।
এই প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, এই ছবিতে আমার চরিত্র ছিল খুবই চ্যালেঞ্জিং। নিজের অভিনয়ের সেরাটা ঢেলে দিয়ে এই ছবিতে কাজ করেছি। বাকিটা দর্শকরাই বিচার করবেন।
বিডি-প্রতিদিন/০৬ এপ্রিল, ২০১৭/মাহবুব