সিনেমা হোক বা বিজ্ঞাপন, চরিত্র অনুযায়ী বারবার লুকস পরিবর্তন করতে তার মতো দক্ষ অভিনেতা বলিউডে কমই আছেন। চরিত্রের সঙ্গে এক্কেবারে নিজেকে মিলিয়ে নিতে বেশি সময় নেন না বিগ-বি। নতুন একটি বিজ্ঞাপনেও তেমনই খেল দেখালেন। গান, নাচ, মজায় জমিয়ে দিলেন ৭৪ বছরের ‘রাহাতরাজা’।
তবে চমকটা অন্য জায়গায়। শুধু বিজ্ঞাপনের জন্য শুটিংই নয়, রেকর্ড করলেন গানও। কিছুদিন আগেই নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্টও করেছিলেন সেই ছবি। সম্প্রতি সঙ্গীত পরিচালক আদেশ শ্রীবাস্তবের স্টুডিওতে দু’টি গান রেকর্ড করেছেন অমিতাভ। তার মধ্যে একটি গান ব্রহ্মপুত্র নদের উপর। অাসামের ‘নামামা ব্রহ্মপুত্র’ ফেস্টিভ্যালে মুক্তি পাবে গানটি।
অন্যটি অবশ্যই নতুন তেলের বিজ্ঞাপনের জন্য গান।
দেখুন ভিডিও:
বিডি-প্রতিদিন/এস আহমেদ