এক সময়ের বলিউডের ড্যাশিং হিরো ছিলেন বিনোদ খান্না। যিনি অমিতাভ বচ্চনের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন। জনপ্রিয়তার নিরিখেও পাল্লা দিতেন বিগ বি-কে। দিন কয়েক আগে গুরুতর অসুস্থ নন বলিউড অভিনেতা বিনোদ খান্না।
‘ডিহাইড্রেশনের কারণে শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন অনেকটাই ভাল রয়েছেন। শিগগিরই ছেড়ে দেওয়া হবে।’ টুইট করে এমনটাই জানালেন ছেলে রাহুল খান্না। পাশাপাশি ভক্তদেরকেও ধন্যবাদও জানালেন।
দিন কয়েক আগে সোশ্যাল সাইটে অসুস্থ বিনোদ খান্নার একটি ছবি ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবিটি। যেখানে দাবি করা হচ্ছে, এটি নাকি অসুস্থ বিনোদের ছবি। হাসপাতালের পোশাক পরা বিনোদ খান্নার সঙ্গে আশির দশকের দাপুটে নায়ককে মেলানো মুশকিল। তখনই জানা যায় এই বিজেপি সাংসদের ব্লাডারে ক্যানসার হয়েছে। টুইটারে তাঁর আরোগ্য কামনা করেন ভক্তরা।
অসুস্থতার সেই খবর উড়িয়ে দিলেন রাহুল খান্না। তবে ছবিটি তার বাবার কিনা, সে বিষয়ে মুখ খোলেননি। যদিও সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল খান্না বলেছেন, ‘‘বাবা গত ৩১ মার্চ থেকে ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলেই মনে হচ্ছে। চিকিৎসকেরা হয়তো শীঘ্রই ছেড়ে দিতে পারেন বাবাকে। আপনাদের শুভকামনার প্রয়োজন।’’
বিডি-প্রতিদিন/ ০৭ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২