লোকসানের ফাঁদে পড়ে দেশে একের পর এক বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলের তালিকায় যোগ হলো আরেকটি নাম। এটি রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত একসময়ের বিখ্যাত সিনেমা হল 'পূর্ণিমা'। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সিনেমা হলটি বন্ধ ঘোষণা করা হয়। হল কর্তৃপক্ষ জানায়, এখানে আর সিনেমা হল থাকবে না, নির্মাণ করা হবে বহুতল ভবন। আগামী বছর এর কাজ শুরু হতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, টিকেট বিক্রির টাকা দিয়ে কর্মচারীদের বেতনই হয় না। পানি, বিদ্যুৎ, গ্যাসের টাকা বকেয়া পড়ে গিয়েছিল। তাই হলটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সিনেমা হলের জায়গায় ১৮ তলা দুটি কমার্শিয়াল বিল্ডিং করা হবে বলে জানিয়েছেন তারা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ