ভারতের ৬৪তম জাতীয় পুরস্কারের তালিকা শুক্রবার ঘোষণা করা হয়েছে। 'রুস্তম' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন অক্ষয় কুমার। মালয়লাম ছবি 'মিন্নামিনুনগে' এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সুরভি সিএম।
এ বছর সেরা ছবি নির্বাচিত হয়েছে মারাঠি ছবি 'কসাব'। মারাঠি ছবি 'ভেন্টিলেটর' এর জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন রাজেশ মাপুষ্কর। সেরা সহঅভিনেত্রী জায়রা ওয়াসিম (দঙ্গল)। মারাঠি ছবি 'দশক্রিয়া'র জন্য সেরা সহঅভিনেতার পুরস্কার জিতেছেন মনোজ যোশী।
পরিবেশ সচেতনতার ওপর তৈরি সেরা ছবি নির্বাচিত হয়েছে ' দ্য টাইগার হু ক্রসড দ্য লাইন'। সেরা হিন্দি ফিচার ছবি নির্বাচিত হয়েছে সোনম কাপুর অভিনীত 'নীরজা'। সোশ্যাল ইস্যুর ওপর সেরা ছবি অমিতাভ বচ্চন ও তাপসী পান্নু অভিনীত 'পিঙ্ক'।
সেরা বাংলা ছবির পুরস্কার পেল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি 'বিসর্জন'। ইমন চক্রবর্তী 'প্রাক্তন' ছবির 'তুমি যাকে ভালবাসো' গানটির জন্য সেরা নারী প্লেব্যাকের অ্যাওয়ার্ড পাচ্ছেন।
বিডি প্রতিদিন/৭ এপ্রিল, ২০১৭/ফারজানা