বিনোদ খান্নাকে দেখে চেনা যায় না। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ। হঠাৎই তার ছবি সামনে চলে এল। ছড়িয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে খুবই কষ্ট পেয়েছেন অভিনেতা ইরফান খান। বিনোদের সুস্থতার জন্য নিজের অঙ্গ দিতেও তৈরি।
ইরফান জানান, আমরা যখন বড় হচ্ছি, তখন সবথেকে সুন্দর দেখতে দুই নায়ক ছিলেন ধর্মেন্দ্র ও বিনোদ খান্না। কিন্তু যে ছবি দেখলাম, বিশ্বাস করতেও কষ্ট হচ্ছিল। আমি চাই, উনি দ্রুত সেরে উঠুন। এর জন্য আমাকে যদি কিছু করতে হয়, আমি পিছিয়ে যাব না। এমনকী যদি কোনও অঙ্গ দান করতে হয়, আমি তাও রাজি। ’
বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়ক ভর্তি আছেন মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এখন তিনি অনেকটাই ভাল আছেন।