ফের একবার খবরের শিরোনামে জ্যাকি শ্রফের কন্যা কৃষ্ণা শ্রফ। তবে এবার আর তোয়ালে জড়িয়ে নয়। ইন্সটাগ্রাম প্রোফাইলে বিকিনি পরিহিত কৃষ্ণার ছবি নিয়েই আপাতত সরগরম সোশ্যাল মিডিয়া।
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় বলিউড অভিনেতা টাইগার শ্রফের বোন কৃষ্ণা। এমনকী তার ফ্যান ফলোয়ারের সংখ্যাও নেহাত কম হয়। সম্প্রতি পোস্ট করা ছবিটিতে দেখা যাচ্ছে, একটি মেরুন রঙের বিকিনি পরে সেলফি তুলছেন। সেই সঙ্গে লেখেন, ‘সান’স আউট, বান’স আউট।’
এর আগে জ্যাকি তনয়া সোশ্যাল মিডিয়ায় তোয়ালে পরা ছবি পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন। এমনকী ছবিগুলি পরে ভাইরালও হয়ে যায়। শেয়ার করার সময় ব্যবহৃত ‘টপলেস’ কথাটি নিয়ে অনেকেই আপত্তি জানান। এরপরেই এই প্রসঙ্গে মুখ খোলেন তিনি। বলেন, ‘আমি মোটেও টপলেস ছিলাম না। টপলেস হতে গেলে আমাকে নিজের স্তন দেখাতে হত। এই ধরণের ঘটনার ক্ষেত্রে আমরা খুবই পিছিয়ে রয়েছি। কাউকে আঘাত না করেই বলছি, বর্তমানে কেউ স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারে না। কারণ এখন মানুষ অনেক বেশি সমালোচনা করতে থাকে। আমার মনে হয় এই সব ক্ষেত্রে সমাজ কিছুটা হলেও পিছিয়ে রয়েছে।’