ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় সেরা অভিনেতার নামটি অক্ষয় কুমারের। জীবনে প্রথমবারের মতো এই পুরস্কার পাচ্ছেন তিনি। তার ভক্তরা নিশ্চয় খুব খুশি।
কিন্তু খবরটি শুনে প্রথমে ধাক্কা খেয়েছিলেন অক্ষয়। সেরা অভিনেতার পুরস্কার ঘোষণার পর দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যখন প্রথম খবরটা শুনি, ভেবেছিলাম, দেরি করে এল এপ্রিল ফুল জোকস।
গত বছর মুক্তি পাওয়া 'রুস্তম' ছবির জন্য এ পুরস্কার পেয়েছেন অক্ষয়। তিনি বলেন, অনেক ধন্যবাদ। জাতীয় পুরস্কার জুরিদের এবং আমার অগণিত ভক্তদের- যারা আমার প্রতিভার ওপর ভরসা রেখেছেন। কী হচ্ছে আমার ভেতর, বলে বোঝাতে পারব না। 'রুস্তম' আমার জীবনে খুব স্পেশাল ছবি। ধন্যবাদ আমার পরিবারকে। বিশেষ করে আমার স্ত্রী টুইঙ্কলকে। ও সব সময় আমাকে মজা করে বলত, ভালই হয়েছে তুমি কোনও অ্যাওয়ার্ড শো-তে যাও না। কারণ কোনও পুরস্কার তো তুমি পাও না। হয়তো দেরি করে এল, তবুও এল তো।
বিডি প্রতিদিন/৮ এপ্রিল, ২০১৭/ফারজানা