জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সির পঞ্চম একক অ্যালবাম এই বৈশাখে প্রকাশিত হচ্ছে। 'শুনতে চাই তোমায়' শিরোনামের আ্যালাবামটির গানগুলো লিখেছেন জাহিদ আকবর ও সুর ও সংগীত আছেন ইমন চৌধুরী। ন্যান্সির আগের একক অ্যালবামগুলো হলো 'ভালবাসা অধরা', 'রঙ', 'দুষ্টু ছেলে' ও 'ভালোবাসো বলেই'।
মোট তিনটি গান থাকছে নতুন অ্যালামটিতে। তিনটা গানই একক কণ্ঠে গেয়েছেন ন্যানসি। গানগুলোর শিরোনাম 'শুনতে চাই তোমায়', 'আহা! বৃষ্টি',ও 'একসঙ্গে হাঁটবো বৈশাখে'। অ্যালবামটি প্রকাশিত হচ্ছে সিডি চয়েজ থেকে।
ন্যানসি বলেন, গানগুলোর বিষয় বৈচিত্র্যে একেবারে অন্যরকম। একটা গানের সঙ্গে অন্য গানের কথায়, সুরে, সংগীতে কোন মিল নেই। এই অ্যালবামের জন্য অনেক মিশ্র অ্যালবামে গান করিনি। আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদের স্পর্শ করবে।
বিডি প্রতিদিন/৮ এপ্রিল, ২০১৭/ফারজানা