অবশেষে ৭৩ কোটি টাকায় বিক্রি হলো বিজয় মালিয়ার কিংফিশার ভিলা। ভারতের গোয়ায় সমুদ্র সংলগ্ন এই ভিলাটি কিনলেন অভিনেতা ও ব্যবসায়ী শচীন জোশি।
এর আগে, একাধিকবার নিলাম ডেকেও কিংফিশার ভিলা কেনার কোনো ক্রেতা পাওয়া যায়নি। শেষে হস্তক্ষেপ করেন এসবিআইয়ের চেয়ারপারসন অনুন্ধতী ভট্টাচার্য। তিনি আশ্বাস দেন কিংফিশার ভিলা যিনি কিনবেন তাকে কোনো আইনি জটে পড়তে হবে না এবং দেনাও শোধ করতে হবে না। তারপরই বাড়িটি কেনায় আগ্রহ দেখান অভিনেতা ও ভাইকিং মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টের মালিক শচীন।
প্রথমে নিলামের সময় ৮৫ কোটি টাকা দাম ধার্য করেছিল এসবিআই। কিন্তু কোনো ক্রেতা পাওয়া যাচ্ছিল না। শেষে দাম কমিয়ে ৮১ কোটি টাকা করা হয়। কিন্তু তাতেও কেউ আগ্রহ দেখাচ্ছিলেন না। পরে এ বছর শেষবার নিলামে দাম কমে হয় ৭৩ কোটি। সেই দামেই শচীন বাড়িটি কেনেন।
উল্লেখ্য, এই বাড়িটি একসময় মালিয়ার সেলিব্রিটি ডেস্টিনেশন ছিল। একাধিক বলিউডি পার্টি হয়েছে এখানে। শিল্পা শেঠি থেকে শুরু করে ইয়ানা গুপ্তাসহ একাধিক মডেল ও অভিনেত্রীদের নিয়ে পার্টি করেছেন মালিয়া।
সূত্র: আজকাল