নাম-যশ-খ্যাতি-অর্থ, আজ তার জীবনে কোনও কিছুরই অভাব নেই। কিন্তু ছোট ছেলে আব্রামের জন্মের সময় একটি ঘটনায় দারুণ হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন শাহরুখ খান ও তার পরিবার। ভ্যাঙ্কোভারের টেড টকে গিয়ে সে বিষয়ে মুখ খুললেন শাহরুখ।
শিক্ষা থেকে ব্যবসা, প্রযুক্তি থেকে বিজ্ঞান, সব বিষয় নিয়েই আলোচনায় যোগ দিয়েছিলেন বলিউড বাদশা। তারই মধ্যে উঠে এসেছিল তার ব্যক্তিগত জীবনেরও একটি অধ্যায়।
শাহরুখ জানান, “চার বছর আগে আমি গৌরি (স্ত্রী) আমাদের তৃতীয় সন্তানের কথা ভেবেছিলাম। তখন আমার বড় ছেলে আরিয়ানের বয়স ১৫ বছর। সেই সময় গুজব ছড়িয়েছিল আব্রাম নাকি আরিয়ানের সন্তান। বিদেশে এক তরুণীর সঙ্গে প্রণয়ের পরিণতি। সেই সময় একটি ভুয়া ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। যেখানে রোমানিয়ায় রাস্তায় গাড়ি চালাতে দেখা যাচ্ছিল আরিয়ানকে। এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠভাবে ছিল আরিয়ান। এমন অদ্ভুত খবর ছড়িয়ে পড়ায় আরিয়ান-সহ গোটা পরিবার বেশ বিরক্ত ও হতাশ হয়ে পড়েছিলাম। আরিয়ান অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল, যে ভিডিওটি ভুয়া। কারণ ইউরোপে গাড়ি চালানোর লাইসেন্সই ওর কাছে নেই।”
শাহরুখ বলেন, “বর্তমানে মানুষের জীবনে সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা পালন করে। বাস্তব যেন ক্রমশ ভারচুয়াল হয়ে উঠেছে, আর ভরচুয়াল হয়ে উঠছে রিয়ালিটি।” এই বাস্তবতা মেনেও নিয়েছেন কিং খান।
টেড টকের ব্যস্ততার জন্য আইপিএল-এ নিজের দল কেকেআর-কে সমর্থন করতে এতদিন মাঠেও উপস্থিত থাকতে পারেননি শাহরুখ। অবশেষে কাজ মিটিয়ে ফিরছেন তিনি। শনিবার মুম্বাই ম্যাচে ইডেনের গ্যালারিতে দেখা যাবে বলিউড বাদশাকে।