অভিষেক ছবি 'ঈশ্বর' ফ্লপ। সবাই ভেবে নিয়েছিলেন এই ছেলের ক্যারিয়ার এখানেই শেষ। ২০০২ সালের ঘটনা সেটি। এর ১৫ বছরের মাথায় সেই প্রভাষই ভারতের সবচেয়ে ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। তার করা 'বাহুবলী : দ্য কনক্লুশন' ছবিটি ব্যবসা করেছে ১০০০ কোটি রুপির বেশি।
কাকা কৃষ্ণম রাজুর হাত ধরেই প্রভাষের ক্যারিয়ার গতি পেয়েছিল। তৃতীয় ছবি 'ভারসাম' সফলতা পাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন প্রভাষ নিজেই কোটি কোটি রুপির ছবির প্রস্তাব ফিরিয়ে দেন সময় নেই বলে।
পেশাগত জীবনের পাশাপাশি প্রভাষের ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয়েছে চর্চা। সম্প্রতি তার শৈশবের একটি ছবি সামনে এসেছে। তখনতো ক্যামেরা কী এটাই মাথার মধ্যে ঢুকতো না। তারপরও মুখের মধ্যে আঙুল দিয়ে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়েছেন ভারতের 'বাহুবলী'।
বিডি প্রতিদিন/১৩ মে, ২০১৭/ফারজানা