আন্ডারওয়ার্ল্ড ডন হাজী মাস্তান মির্জার চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে বায়োপিকের তালিকায় নাম লিখিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। এরইমধ্যে পরিচালক পি রঞ্জিতের সঙ্গে কথাবার্তাও হয়েছে তাঁর। কিন্তু দাক্ষিণাত্যের সুপারস্টারের বায়োপিক চরিত্রে বাঁধ সাধলেন হাজী মাস্তানের দত্তক পুত্র।
রজনীর কাছে চিঠি পাঠিয়ে ডনেরই দত্তকপুত্র সুন্দর শায়েখ বলেছেন, বাবাকে স্মাগলার কিংবা ডন হিসেবে পর্দায় দেখাবেন না। তাকে এভাবে উপস্থাপন না করার অনুরোধ করছি।
সাধারণ কোনও পত্র নয় দক্ষিণি সুপারস্টারকে রীতিমতো আইনি নোটিস পাঠিয়েছেন সুন্দর। যাতে তিনি অভিযোগ করেছেন, তাঁর পালকপিতা জাতীয়স্তরের রাজনীতির পরিচিত মুখ। আর একজন বড়মাপের নেতা। আর রজনীর ছবিতে তাঁকে একজন স্মাগলার ও ডন হিসেবে দেখানো হচ্ছে। যা একেবারেই গ্রহণীয় নয়। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।
সুন্দর জানান, তাঁর পিছনে এক বিশাল রাজনৈতিক দল রয়েছে আর দলীয় কর্মীরা এই বিষয় নিয়ে খুবই ক্ষুব্ধ। যদি হাজী মাস্তানকে এমনভাবে পর্দায় তুলে ধরার কোনও উদ্যোগ নেওয়া হয়। তাহলে তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন। আর বলাই বাহুল্য যে এর ফলে তাতে রজনীর সম্পত্তির যে ক্ষয়ক্ষতি হবে এর জন্য তিনিই দায়ী থাকবেন।
চিঠির উপরিভাগে হুমকি দিলেও পরে অবশ্য নিজের গোপন ইচ্ছের কথা প্রকাশ করেছেন সুন্দর। তিনি বলেন, যদি রজনী সত্যি প্রয়াত হাজি মস্তান মির্জার জীবন নিয়ে সিনেমা বানাতে চান। তবে তিনি এগিয়ে আসতেন পারেন প্রযোজক হিসেবে। তাঁরও নাকি অনেকদিনের ইচ্ছে ছিল বাবার জীবনকে বড়পর্দায় তুলে ধরার। তাঁর নাকি ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার’স অ্যাসোসিয়েশনের আজীবনের জন্য সদস্য পদও রয়েছে।
সূত্র: সংবাদ প্রতিদিন
বিডি প্রতিদিন/ ১৩ মে ২০১৭/ ই জাহান