সেন্সরে জমা পড়েছে শিশুতোষ চলচ্চিত্র 'জল শ্যাওলা'। পরিচালক জেসমিন আক্তার নদী এ তথ্য জানিয়েছেন। আগামী আগস্টে ছবিটি মুক্তি পেতে পারে।
'জল শ্যাওলা' ছবিটিতে অভিনয় করেছেন সাইমন সাদিক, মানসী প্রকৃতি, পীযুষ বন্দোপাধ্যায়,মাসুম রেজা, রেহেনা জলি, ফারুক মজুমদার, রিপন খান, সীমান্ত, জিসান, সুজন মাজাহার, অপ্সরা মনি, মাস্টার ইমন, রাজু অনিক, তানিশা, তানভীর প্রমুখ।
সিনেমাটির গল্প লিখেছেন আসাদুজ্জামান বাবলু ও চিত্রনাট্য-সংলাপ লিখেছেন তারিকুল ইসলাম ভূইয়া।টাইমস ওয়ার্ন্ড মিডিয়া লি. প্রযোজিত ছবিটিতে মোট পাঁচটি গান রয়েছে।
বিডি প্রতিদিন/১২ জুলাই, ২০১৭/ফারজানা