খুব শিগগিরই নতুন একটি দ্বৈত অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন দুই বাংলার দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান এবং শুভমিতা। স্নেহাশীষ ঘোষের কথায় অ্যালবামের সবগুলো গানের সুর এবং সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। তিনটি গান দিয়ে সাজানো এই অ্যালবামের গানগুলোর শিরোনাম হল- ভালোবাসি বলে, ভাগ্য এবং ক্ষয়।
কোলকাতায় গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে গত ১০ জুলাই। সংগীতার ব্যানারে চলতি মাসেই প্রকাশিত হবে অ্যালবামটি।
এ প্রসঙ্গে ইমরান বলেন, 'অনেক আগে থেকেই আমি শুভমিতা দিদির গানের ভক্ত। এর আগে আমার সঙ্গীত পরিচালনায় তিনি গান করলেও এই প্রথম আমার সঙ্গে দ্বৈত কোন গানে কণ্ঠ দিলেন। আশা করছি আমার শ্রোতারা এবার ভিন্ন কিছু পেতে যাচ্ছে।'
বিডি প্রতিদিন/ ১২ জুলাই, ২০১৭/ ই জাহান