বলিউড ও তামিল দুই প্ল্যাটফর্মেই অত্যান্ত জনপ্রিয় নায়ক কমল হাসান। তবে হিন্দুত্ববাদী সংগঠনের রোষানলে এবার ফেঁসে গেছেন তিনি। তামিল টিভি শো ‘বিগ বস’ সঞ্চালককে গ্রেফতারে দাবি তুলেছে হিন্দু মাক্কাল কাচি (এইচএমকে)। তাদের দাবি, তামিল সংস্কৃতি বজায় রাখার তাগিদে কমাল হাসানকে গ্রেফতার করা দরকার। জনপ্রিয় শো বন্ধেরও হুমকি দিয়েছে এইচএমকে। আর তাতেই শুরু হয়েছে নানা তর্ক, বিতর্ক আর সমালোচনা।
বাংলা, হিন্দি দুই মাধ্যমেই দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে বিগ বস। এবার এই রিয়েলিটি শো হতে চলেছে তামিল ভাষাতেও। তবে হিন্দু মাক্কাল কাচির অভিযোগ, অশ্লীলতা এবং ঘনিষ্ঠ দৃশ্যের কারণে এই টিভি শো তামিল সংস্কৃতির উপর খারাপ প্রভাব ফেলতে পারে। শুধু তামিল নয়, ভারতীয় সংস্কৃতির উপরেও কুপ্রভাব ফেলতে পারে বলে অভিযোগ তুলেছে তারা।
অন্যদিকে এ ব্যাপারে অভিনেতা কমল হাসান জানিয়েছেন, একজন এন্টারটেনার হিসেবে অনেক ধরনের চরিত্রেই তিনি অভিনয় করেছেন। কিন্তু কখনও টেলিভিশন শো হোস্ট করেননি। এবার সেটাই করতে তিনি যথেষ্টই আগ্রহী।
প্রসঙ্গত, ‘বিগ বস’ হিন্দির হোস্ট হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় হয়েছেন সালমান খান।
বিডি-প্রতিদিন/১৩ জুলাই, ২০১৭/ওয়াসিফ