একটি মিউজিক ভিডিও দিয়ে দুনিয়া কাঁপিয়ে দিলেন আমেরিকান র্যাপার উইজ খলিফা। ২৯ বছর বয়সী এই র্যাপারের প্রকৃত নাম ক্যামেরন থমাজ। যদিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান তাকে 'ইউটিউব কিং' বলছে। তার 'সি ইউ এগেন' গানটির মিউজিক ভিডিও ইতিহাস তৈরি করলো সম্প্রতি।
অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে মার্ক ক্লাসফেল্ড নির্মিত এই ভিডিওটি। ২৯০ কোটি ৮৩ লাখের বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন এখন পর্যন্ত। আপনি না দেখে থাকলে এখনই সেই তালিকায় নিজের নাম যুক্ত করতে পারেন।
২০১৫-র অ্যাকশন ছবি 'ফিউরিয়াস-৭'র ছিল খলিফার 'সি ইউ এগেন' গানটি। ২০১৩ সালে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা পল ওয়াকার। তার প্রতি শ্রদ্ধা জানিয়েই চার্লি পুথের ফিচারিংয়ে রেকর্ড করা হয়েছিল এই গান। ২০১৫ এর ৬ এপ্রিল ইউটিউবে আপলোড করা হয়েছিল ভিডিওটি।
বলে রাখা ভালো, ২০১২ সালে দক্ষিণ কোরিয়ার গায়ক পাই-এর গাওয়া 'গ্যাংনাম স্টাইল' ২৮৯ কোটি ৫০ লাখ মানুষ দেখেছিল। সেই রেকর্ড ভাঙলেন খলিফা। এবার দেখার পালা খলিফার রেকর্ড কে ভাঙেন।
বিডি প্রতিদিন/১৩ জুলাই ২০১৭/আরাফাত