জনপ্রিয় গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের লেখা, সুরে ও কণ্ঠে অনেক গান শ্রোতাপ্রিয় হয়েছে। গীতিকার এ মিজান নিয়মিত গান লিখেন। গান লেখার পাশাপাশি শখের বশে মাঝেমাঝে সুরও করেন। এবার এ মিজান-এর লেখা ও সুরে গাইলেন শফিক তুহিন। গানের শিরোনাম 'আপন'। সম্প্রতি গানটিতে কণ্ঠ দিয়েছেন শফিক তুহিন। সংগীত করেছেন রেজওয়ান শেখ। আগামী ঈদে গানটি প্রকাশিত হবে।
শফিক তুহিন বলেন, এ মিজান এই সময়ের ভালো একজন গীতিকার। তার লেখার হাত খুব ভালো। কিন্তু তিনি এতো সুন্দর সুর করেন আমি অবাক হয়েছি। দায়িত্ব নিয়ে গানটি তৈরি করেছি। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের অবশ্যই ভালো লাগবে। গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।
এ মিজান বলেন, আমার প্রিয় গীতিকার-সুরকারদের মধ্যে তুহিন ভাই অন্যতম। তার লেখা এবং সুর আমাকে ভীষণ টানে। আমার ক্যারিয়ারের শুরু থেকেই তুহিন ভাইকে পাশে পেয়েছি। সব সময় তার পরম পরামর্শের হাত ছায়ার মতো আমাকে আগলে রেখেছে। আশা করি ভবিষ্যতেও তাকে পাশে পাবো। গান লেখাতেই আমার মনোযোগ বেশি। শখ থেকেই সুরটি করা। তুহিনের কণ্ঠে খুব ভালো মানিয়েছে। গানটি শ্রোতাদের ভালো লাগবে।
বিডি প্রতিদিন/১৪ জুলাই, ২০১৭/ফারজানা