ফের বিয়ে করছেন অভিনেত্রী নওশীন নাহরিন মৌ। তবে এই বিয়ে বাস্তবে হচ্ছে না। ‘কমেডি ৪২০’ ধারাবাহিক নাটকের একটি পর্বে 'এলিনা' চরিত্রে নওশীনের বিয়ে দেখানো হবে। নাটকটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান।
গত বুধবার দুপুরে নাটকটির শুটিং চলাকালীন নওশীন নিজেই তার ফেসবুক আইডিতে বিয়ের সাজের একটি সেলফি প্রকাশ করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘আজ এলিনার বিয়ে’।
নাটকের বিষয়ে নওশীন বলেন, ‘মেক-আপ নিতে অনেকখানি সময় নষ্ট হয়। সাধারণত শুটিংয়ে আমরা ভারি মেক-আপ এড়িয়ে চলি কিন্তু বিয়ের সাজ হলে তা করা সম্ভব হয় না।’
বিডি প্রতিদিন/১৫ জুলাই ২০১৭/হিমেল