সম্প্রতি পরিবারের সঙ্গে ইউরোপ ট্যুরে গিয়েছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত। তারই মাঝে ফ্রেঞ্চ রিভেরায় নীল রঙের বিকিনিতে নিজের বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তার স্ত্রী মান্যতা। কখনও তাকে দেখা যাচ্ছে সঞ্জয়ের সঙ্গে কখনও বা বান্ধবীর সঙ্গে। ছবিতে জলকেলি করতেও দেখা গিয়েছিল মান্যতাকে।
আর লাস্যময়ী মান্যতার সেই ছবিতেই সরগরম ছিল সোশ্যাল সাইট। সম্প্রতি একটি ফটো ব্লগিং সাইটে সেরকমই কিছু হট ছবি পোস্ট করেন মান্যতা। ছবিগুলি প্রকাশ পাওয়ার কিছু সময়ের পর ওই সাইট থেকে তুলে নেওয়া হয় ছবিগুলি। কেন নিজের ছবি সরিয়ে দিলেন মান্যতা তাই নিয়েই শুরু হয়েছে জল্পনা।
শোনা যাচ্ছে সঞ্জয়ের কথাতেই ছবিগুলি সাইট থেকে তুলে নিতে বাধ্য হয়েছেন তার স্ত্রী। তার বদলে পোস্ট করেছেন অন্য ছবি। সঞ্জয়ের এক বন্ধু তাকে জানায় যে, মান্যতা আসলে বলিউডে নতুন করে নিজের ক্যারিয়ার শুরু করতে চান, সেই কারনেই সোশ্যাল সাইটে নিজের হট বোল্ড ছবি পোস্ট করেছেন। আর তাতেই নাকি বেজায় চটেছেন সঞ্জয়। কারণ এটা সবাই জানে যে, সঞ্জয় কখনওই চান না যে তার বাড়ির নারীরা সিনেমায় অভিনয় করুক।
শুধু মান্যতা নন, এর আগে সঞ্জয় তার কন্যা ত্রিশলার বলিউডে ডেবিউ করার প্রসঙ্গেও বলেছিলেন তার আপত্তির কথা। তিনি বলেছিলেন, ত্রিশলা যদি অভিনেত্রী হতে চায় তাহলে তার পা ভেঙে দেবেন সঞ্জয়। অতএব বোঝাই যাচ্ছে তিনি কখনই চান না মান্যতা এই ইন্ডাস্ট্রিতে কাজ করুক।
বিডি প্রতিদিন/ ২৬ আগস্ট, ২০১৭/ তাফসীর