পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে গীতিকার ‘কাজী আজিজ আহমেদ’-এর চোখ নিয়ে লেখা ‘প্রেমের চিঠি’ শিরোনামের একটি সিঙ্গেল অ্যালবাম। অ্যালবামটি প্রকাশ করছে বাংলাদেশের শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক।
কাজী আজিজ আহমেদের লেখা শিল্পী নিলুফার ইয়াসমিন ও আব্দুল জব্বার-এর কন্ঠের সেই গানটি ‘এ আঁধার কখনো যাবে না মুছে আমার পৃথিবী থেকে’ এখনো কালজয়ী হয়ে আছে।
পারিবারিক সুত্র থেকে জানা গেছে, শিগগিরই এই প্রবীণ গীতিকারের অন্যান্য গান নিয়েও অ্যালবাম প্রকাশিত হবে। এ গানটিতে কন্ঠ দিয়েছেন কাজী আজিজ আহমেদের ছোট মেয়ে কাজী তানজিলা আলম ও জনপ্রিয় কণ্ঠশিল্পী জীবন মুরাদ।
গানটিতে যৌথভাবে সুর করেছেন শহীদুল আলম তিতু ও জীবন মুরাদ (‘তিতু মুরাদ’) এবং সংগীতায়নে লিটন দাশ।
বিডিপ্রতিদিন/ ২৭ আগস্ট, ২০১৭/ ই জাহান