প্রথমবারের মতো রবিউল ইসলাম জীবনের কথায় গান করলেন শাওন গাওয়ালা। ঈদকে সামনে রেখে সিডি চয়েসের ব্যানারে প্রকাশ পাবে দু'জনের প্রথম ইপি ‘কেউ একজন’। অ্যালবামটিতে গান রয়েছে তিনটি ‘কেউ একজন’, ‘আজকাল’ এবং ‘একটু অবহেলা’। ‘কেউ একজন’ গানটিতে শাওনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ক্ষুদে গানরাজ খ্যাত অনন্যা। সবগুলো গানেরই সুর করেছেন শাওন গানওয়ালা। দুটি গানের সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন, একটি শাফি মাহমুদ রবিন।
অ্যালবামটি প্রসঙ্গে রবিউল ইসলাম জীবন বলেন, ‘এখন যারা ভালো গান করেন তাঁদের মধ্যে শাওন গানওয়ালা একজন। তাঁর গান শ্রোতারা গ্রহণও করেছেন দারুণভাবে। এই অ্যালবামটিতে তাঁর কাজে আমি মুগ্ধ হয়েছি। গায়কীর পাশাপাশি সুরে তিনিও বেশ মুন্সিয়ানা দেখিয়েছেন। আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’
শাওন গানওয়ালা বলেন, ‘জীবন ভাইয়ের লেখা সব সময়ই আমার ভালো লাগে। প্রথমবারের মতো তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও চমৎকার। গানগুলো শুনলেই শ্রোতারা সেটা টের পাবেন। সুরের ক্ষেত্রে আমরা মেলোডি এবং সফট রককে প্রাধান্য দিয়েছি। সংগীতায়োজনেও বৈচিত্র্য আনার চেষ্টা করেছি।’
সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল বলেন, এবার ঈদে সিডি চয়েসের অন্যতম আকর্ষণ ‘কেউ একজন’ অ্যালবামটি। আমার বিশ্বাস গানগুলো বেশ জনপ্রিয়তা পাবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার