অভিনেতা রোশানের সঙ্গে জুটি বেঁধে এবার রুপালি পর্দায় আসছেন চিত্রনায়িকা ববি। জাজ মাল্টিমিডিয়ার একক প্রয়োজনায় 'বেপরোয়া' নামের নতুন এই ছবিটির পরিচালনা করবেন কলকাতার নির্মাতা রাজা চন্দ।
রবিবার সন্ধ্যায় রাজধানী সোনারগাঁও হোটেলে 'বেপরোয়া' ছবির জাঁকজমক এক মহরত অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার আহমেদ নওশাদ, নানাশাহ, নাদের চৌধুরী, ওমর সানি প্রমুখ। অনুষ্ঠানে ববি-রোশনসহ 'বেপরোয়া'র সঙ্গে সংশ্লিষ্টরা ছবিটি নিয়ে দর্শকদের উদ্দেশ্যে আশার বাণী শোনান।
এদিন, মহরতের শুরুতে কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। একইসাথে এই ছবিটি নায়করাজকে উৎসর্গ করা হয়।
বেপরোয়া ছবিতে রোশান-ববি ছাড়াও আরও অভিনয় করবেন কাজী হায়াৎ, কমল, রেবেকা প্রমুখ। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, রাজা চন্দ কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা। তার নামের পাশে রয়েছে বেশ কয়েকটি বড় বড় ছবি। এর মধ্যে চ্যালেঞ্জ ২, প্রেম করেছি বেশ করেছি, লাভেরিয়া, রংবাজ, কেলোর কীর্তি অন্যতম।
বিডি-প্রতিদিন/২৮ আগস্ট, ২০১৭/মাহবুব