ভারতের মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে গত সোমবার কন্যা সন্তানের জন্ম দেন এষা দেওল। সেই খবর ছড়িয়ে পড়তে খুব বেশি দেরি হয়নি। বিনোদন জগতের অনেকেই শুভেচ্ছা জানান এই অভিনেত্রীকে। সেই সঙ্গে সদ্যোজাতর উদ্দেশে শুভকামনাও জানিয়েছেন তাঁরা।
স্বাভাবিকভাবেই দুই পরিবারের সকলেই খুশি। নতুন সন্তানের কী নাম রাখেন এষা দেওল ও তার স্বামী ভারত তখতানি, তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা চলছিলই। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন সন্তানের নাম জানিয়ে দিলেন তখতানি দম্পতি। তারা তাদের কন্যা সন্তানের নাম রেখেছেন রাধিয়া। রাধা থেকেই রাধিয়া শব্দটি এসেছে বলে জানা গেছে।
সংমবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারত তখতানি জানান, ‘‘আমি আর এষা দু’জনে মিলে নামটা ঠিক করেছি।’’ নাতনির নাম শুনে খুশি হেমা মালিনী এবং ধর্মেন্দ্রও। কয়েক দিনের মধ্যেই তখতানি পরিবার একটি নামকরণ অনুষ্ঠানের আয়োজন করবে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর