‘দ্য ব্রেডউইনার’ নামের এক অ্যানিমেশন ছবিতে আফগান এক কিশোরীর সংগ্রামের গল্প ফুটিয়ে তুলেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ছবিটি নিয়ে ব্যাপক আশাবাদী ছবির প্রযোজক জোলি। তিনি বলেছেন, ‘এটা এমন এক সময়ের গল্প যখন বিশ্বব্যাপী নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা খুবই জরুরী হয়ে দাঁড়িয়েছে’।
ছবির গল্পে দেখা যায়, ১১ বছরের এক কিশোরী ছেলে সেজে তার পরিবারের জন্য আয় রোজগার করছে’। রক্ষণশীল সেই সমাজে নারী হয়ে ঘরের বাহিরে যাওয়া যথেষ্ট বেমানান। জোলিকে ছবিটি নিয়ে বেশ আশাবাদী হতে দেখা গেছে। তিনি বলেন, ‘এটা অনন্য এক মানবতার গল্প, পরিবারের প্রতি অসাধারণ এক ভালোবাসার গল্প।
গত সোমবার সিনেমা নগরী হলিউডে উদ্বোধন হয় এক ফিল্ম ফেস্টিভ্যালের। সেখানে জোলির সঙ্গে ছিলেন তার বড় মেয়ে সাইলোশ ও যাহারা। ‘দ্য ব্রেডউইনার’ নামের এই অ্যানিমেশন ফিল্মটি মূলত আফগান এক কিশোরীর সংগ্রামের গল্প। কানাডিয়ান লেখক দেবোরা এল্লিসের সাড়া জাগানো উপন্যাস অবলম্বনে নোরা টুমে'র পরিচালনায় ছবিটি নির্মাণ হয়েছে। ছবিটি মুক্তি পাবে আগামী ১৭ নভেম্বর।
সূত্র: হলিউড রিপোর্টার ডটকম
বিডি প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৭/হিমেল